বড়লেখায় নিসচার উদ্যোগে কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য লন্ডন প্রবাসী ফাহমিদ আক্তার ইমা’র পৃষ্টপোষকতায় একজন শ্রমিক কন্যাদায়গ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪ ঘটিকায় চান্দগ্রাম বাজারে আর্থিক অনুদানকালে উপস্থিত ছিলেন ক্রিড়া ধারাভাষ্যকার ব্যবসায়ী ইকবাল হোসাইন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস।
এসময় বিধবা নারীর কন্যাদায়গ্রস্ত পরিবাররের অবিভাবক মো. নিয়ামত আলীর হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক, মানবিক, স্বেচ্ছায় রক্তদানসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, অসহায় রোগী, কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিক অনুদানসহ রমজান, ঈদসহ বিভিন্ন উৎসবে উপহার স্বরুপ পোশাক, খাদ্য সামগ্রী প্রদান ও যেকোনো প্রাকৃতিক দূর্যোগে মানবিক সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকে সচেষ্ট ভূমিকা পালন করে।