বড়লেখায় পাকশাইল গ্রেট ভিশন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় বর্নি ইউনিয়নের সুপরিচিত সামাজিক সংগঠন পাকশাইল গ্রেট ভিশন অ্যাসোসিয়েশনের সম্মেলনের মাধ্যমে ২০২৩-২০২৪ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার রাতে পাকশাইল আইডিয়াল হাইস্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ডা. নোমান উদ্দিন। এতে সর্বসম্মতিতে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও হাফিজুর রহমানকে সেক্রেটারি করে ৫৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি সাহিদুল হক ও সহ-সেক্রেটারি হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় এইচএম ফয়সলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আল হেরা একাডেমীর চেয়ারম্যান সমাজসেবক ফয়ছল আহমদ। বিশেষ অতিথি ছিলেন গ্রেটভিশনের প্রধানব উপদেষ্টা আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, ডা. কামাল উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাসুদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রেটভিশনের বিদায়ী সভাপতি শাহিদুর রহমান জুনেদ, সহ-সভাপতি শাহিদুল হক, নতুন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, সেক্রেটারি হাফিজুর রহমান, সদস্য সাইফুল হোসেন পাবেল, মাজহারুল হক, জাবির আহমদ, মাজেদ আহমদ, আব্দুল্লাহ আল মাহদি, আব্দুস সামাদ, মারুফ আহমদ, সাফিদ মুহতাসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।