জামালগঞ্জে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনে কৃষকলীগের প্রস্তুতি সভা

জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের মৃত্যুতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে কৃষক লীগের দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি মো জালাল মিয়া।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক মো.মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল আউয়াল, উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাউসার মিয়া, রাকিব মিয়া, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, আলাল উদ্দিন, শ্যামল তালুকদার, যুবলীগ সদর ইউনিয়নের সভাপতি শিরিন আলম, কৃষকলীগ বেহেলী ইউনিয়নের সভাপতি মো.আফসার উদ্দিন, সাচনা বাজার ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মুহিম উদ্দিন, কৃষকলীগ নেতা সুহেল রানা প্রমূখ।