সুনামগঞ্জে শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি :
বহুমাত্রিক প্রতিভার অধিকারী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। যথাযথ মর্যাদায় পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুপুত্রের জন্মবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ঋণ বিতরণ এবং দিবসটি উপলক্ষে শিশু একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
শেখ কামাল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনা বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আতাউল গণি ওসমানীর এডিসির দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পড়াশোনায় মনোযোগী হন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পরিবারের বেশিরভাগ সদস্যসহ মর্মান্তিক হত্যাকান্ডের শিকার হলে ঘটনাবহুল জীবনের সমাপ্তি ঘটে এই বন্ধবন্ধুপুত্রের।