প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারে দেশের মাটিতে সৈয়দ ফারুক

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি :
বিলাসী জীবন ছেড়ে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলায় সরকারের উন্নয়ন প্রচারে তৃণমূলে ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সর্বত্র রাতদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার করে আসছেন বঙ্গবন্ধুর আদর্শেগড়া প্রচারবিমুখ এ সৈনিক।
হালের বিপরীতে পিছিয়ে পড়া এ আসনে স্বার্থের উর্ধ্বে থেকে সেখানে নতুন ইতিহাস গড়ার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন বিলাসী জীবন ত্যাগী সাবেক এই ছাত্রনেতা। স্বচ্চ-আদর্শিক এ রাজনীতিক নৌকার বৈঠা হালে ধরলে ভোটের জোয়ারে বঙ্গবন্ধুকন্যাকে এ আসন উপহার দিতে পারবেন এমন মন্তব্য তৃণমূলের জনমনে। নেতাকর্মী-সমর্থকরা বলছেন, আগামী সংসদ নির্বাচনে ক্ষমতাশীন দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলের ভেতরে-বাইরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, এ আসনের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন সরকারের উন্নয়ন বার্তা। এলাকায় দুর্ঘটনা-দুর্বিপাকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন নিরবে-নিভুতে। এদিকে, শোকাবহ আগষ্ট মাসে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনায় এ আসনের প্রতিটি এলাকায় প্রতিদিন দোয়া মাহফিল করে আসছেন সৈয়দ ফারুক।
দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঙ্গে শুক্রবার (১১ আগস্ট) সকালে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, বিশ্ব মানবতার দূত মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তাকে মনোনয়ন দান করলে বঙ্গবন্ধুর স্বাধীন বাংলায় সুনামগঞ্জ-৩ আসন হবে উন্নয়নের নয়া অধ্যায়। মনোনয়ন বঞ্চিত হলেও দলের হয়ে আমৃত্যু কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এ রাজনীতিক।