রোমাঞ্চকর চ্যাম্পিয়ন মেসির মায়ামি

দৈনিকসিলেটডেস্ক
প্রথমার্ধে ইন্টার মায়ামিকে লিড উপহার দেন লিওনেল মেসি। বিরতির পরই ম্যাচে ফেরে নাশভিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে লীগস কাপের ফাইনাল গড়ায় টাইব্রেকারে। আর ২২ পেনাল্টির রোমাঞ্চকর শুট-আউটে শেষ পর্যন্ত শিরোপা জেতে মেসির ইন্টার মায়ামি।
আজ নাশভিলের মাঠ জিওডিস পার্কে ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। রবার্ট টেইলর এবং জোসেফ মার্টিনেজের বোঝাপড়ায় মাঝমাঠ থেকে ওঠা আক্রমণ নাশভিলের ডিফেন্ডাররা ফিরিয়ে দিলে বল পেয়ে যান লিওনেল মেসি। এরপর চার ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে বাম পায়ের জাদুকরি শটে বারের কোনা দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন সুপারস্টার। বিরতি থেকে ফিরে ৫৭তম মিনিটে নাশভিলকে সমতায় ফেরান দলটির হাইতিয়ান ফরোয়ার্ড ফাফা পিকল্ট।
পেনাল্টি শুট-আউটে দুই দল ১১টি করে শট নেয়। প্রথম ৫ শটে ইন্টার মায়ামিকে শুভ সূচনা এনে দেন লিওনেল মেসি। নাশভিলও নিজেদের প্রথম শট থেকে গোল পায়। মায়ামির হয়ে দ্বিতীয় শটে গোল পান সার্জিও বুসকেটসও।
নাশভিলের হয়ে দ্বিতীয় শট নিতে আসা রেন্ডাল লিলকে পরাস্ত করে দেন মায়ামি কিপার ক্যালেন্ডার। পঞ্চম শটে গোল পায়নি ইন্টার মিয়ামি। মিসটি করেন মেক্সিকান মিডফিল্ডার ভিক্টর উল্লোয়া। টানা তিন গোলে প্রথম ৫ পেনাল্টিতে ৪-৪ সমতা টানে নাশভিল। এরপরের ৫টি শটেই গোল পায় ইন্টার মায়ামি এবং নাশভিল। মায়ামির হয়ে ১১তম পেনাল্টি শট নেন গোলরক্ষক ক্যালেন্ডার। গোলও পান। এরপর নাশভিল গোলকিপার পানিকোর শট ফিরিয়ে দিয়ে ইন্টার মায়ামিকে লীগস কাপ শিরোপা উপহার দেন ক্যালেন্ডার।