বড়লেখায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের রিফ্রেশার্স প্রশিক্ষণ শুরু

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের দুই দিনব্যাপি রিফ্রেশার্স প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকল থেকে দুপুর পর্যন্ত ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও ক্রিশ্চিয়ান এইডের কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণে মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়নের বিষয়বস্তু নিয়ে এডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আজ প্রথম দিন সম্পন্ন হয়েছে। বড়লেখা উপজেলা এডভোকেসি কমিটির সভাপতি আব্দুস শহীদ খান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (বড়লেখা-জুড়ী) সৌমিত্র কর্মকার।
এডভোকেসি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ পরিচালনা করেন ওয়েব ফাউন্ডেশন সিলেট বিভাগীয় ফেসিলিটেটর শাহজাহান মিয়া ও ফ্রিল্যান্স কনসালট্যান্ট মোহাম্মদ মহসীন।
এসময় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বড়লেখা এডভোকেসি নেটওয়ার্কের সদস্য ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হক, দলিত সম্প্রদায়ের বিভাগীয় সভাপতি মিলন রবি, বড়লেখা আদিবাসী উন্নয়ন ফোরামের সভাপতি নারায়ণ কুর্মি, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি তপন চৌধুরী, সাংবাদিক রুয়েল কামালসহ ২৫ জন সদস্যবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।