শোক দিবসে শ্রীমঙ্গলে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ কৃষক লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়মে কৃষকলীগ শ্রীমঙ্গল উপজেলা শাথার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
কৃষকলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক বীতেশ চৌধুরী অপুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় নেতা এডভোকেট মো. জহির উদ্দিন লিমন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, জেলা কৃষক লীগের সভাপতি মো. জমশেদ মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন ফয়েজ, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ প্রমূখ। এছাড়াও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুর রহমান শহিদ, কৃষক লীগের সদস্য সচিব হেলাল আহমেদ, যৃগ্ম-আহবায়ক আবুতালেব বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুমিনুল হোসেন সুহেল, পৌর যুবলীগের পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন সাহিন, সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন সুহেল, মৎস্যজীবী লীগের সভাপতি, আশিকুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।