বড়লেখায় মাসিক পরওয়ানার পাঠক ফোরামের মতবিনিময় সভা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় বাংলা জাতীয় মাসিক পরওয়ানা’র পাঠক ফোরামের আয়োজনে পাঠক, গ্রাহক, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৬ আগষ্ট) স্হানীয় আলভীন রেস্টুরেন্টে পরওয়ানা পাঠক ফোরামের যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মিজান আহমেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফকির বাজার দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুর রহমান,পরওয়ানা পাঠক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দিন,রুবেল আহমদ, মোহাম্মদ শামছুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশন বড়লেখার মডেল কেয়ারটেকার মাওলানা আব্দুল লতিফ,ইসলামি আলোচক ও মাসিক পরওয়ানার পাঠক মাওলানা সাইফুর রহমান সিদ্দিকী,আল ইফাদা লাইব্রেরির পরিচালক কারী জসিম উদ্দিন,দেওয়ান শাহ লাইব্রেরির পরিচালক মাওলানা জয়নুল ইসলাম, সাংবাদিক ও মাসিক পরওয়ানার পাঠক মোহাম্মদ হানিফ পারভেজ,ছাত্র সংগঠক ও মাসিক পরওয়ানার পাঠক সুফিয়ান আহমদ প্রমূখ।
মতবিনিময় শেষে পাঠক ফোরামের সদস্য সচিব মিজান আহমদের প্রবাস গমন ও আল ইফাদা লাইব্রেরীর পরিচালক ক্বারী জসিম উদ্দিনের উমরাহ হজ্জ পালন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।