দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

দৈনিকসিলেট ডেস্ক :
দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ আগষ্ট) সন্ধ্যায় নগরীর অভিজাত রেষ্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেশ যুব সংগঠন এর উপদেষ্টা ইনসাফ ভিলেজ ডেলেভপমেন্ট ফর ইয়ূথ সোসাইটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল।
দেশ যুব সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামাল মিয়ার স্বাগত বক্তব্যর মাধ্যমে সুচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কানাডা প্রবাসী দেশ যুব সংগঠনের উপদেষ্টা, আব্দুল বাছিত জুনেদ, সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সাহেদ মোশারফ (কটাই মিয়া), সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, আইনজীবী এডভোকেট ওবায়দুর রহমান, আইনজীবী, সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট মোস্তাক আহমদ, সিলেটি নাটক ইউটিউব চ্যানেলের প্রযোজক আকরাম, সংগীত ওস্তাদ নিপেন্দ্র দাস, আত্মকর্মী নিজাম উদ্দিন, এখলাছ আহমদ তন্ময়, সোহেল আহমদ সহ সংগঠন এর সদস্যসহ সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিটি কাউন্সিলর বলেন জলবায়ু পরিবর্তন ও বর্ষা মৌসুমে সাধারণ মশা ও এডিস মশার প্রজনন বৃদ্ধি পেয়ে থাকে। যার ফলে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
পরে সংগঠন এর পক্ষ থেকে কানাডা প্রবাসী আব্দুল বাছিত জুনেদ এর স্বদেশে আগমন উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।