জগন্নাথপুরে অধ্যক্ষ পারভেজের মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন

জগন্নাথপুর প্রতিনিধি ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজের মুক্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে হবিবপুর এলাকাবাসীর আয়োজনে শান্তিগঞ্জ বাজার (হাসপাতাল পয়েন্ট) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাজসেবক বজলুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, কাউন্সিলর শফিকুল হক, কামাল হোসেন, সাবেক কাউন্সিলর তাজিবুর রহমান, দেলোয়ার হোসেন, সমাজসেবক সমছু মিয়া, কবির উদ্দিন, ডা: আশরাফ আলী, মাহমুদুল হাসান, আব্দুল হান্নান, মো. সহিদ, মনজুর রহমান পাখি, আনিসুর রহমান, মোজাহিদ মিয়া, বিল্লাল আহমেদ, সাহেদ মিয়া, দলাই মিয়া, আব্দুল হক, মিনার আলী, শুআইবুর রহমান সেবলু, মাওলানা নুরুল হক, আবুল মিয়া, হাফিজুর, সাহেদ আলী, শামছুল হক, দলু মিয়া, আফু মিয়া, লাইছ মিয়া, আলা মিয়া, আমরু মিয়া, আবুল মনাফ, মো. মুসা, হাছান রুম্মান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।