আরিফুল হকের বাসায় মিষ্টি বিতরণ, ছাত্রদলের আনন্দ মিছিল

দৈনিকসিলেট ডেস্ক :
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা করায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। শনিবার বিকেলে তার কুমারপাড়াস্থ কার্যালয়ে নেতাকর্মী জড়ো হয়ে একে অপরকে মিষ্টি খাওয়ান। পরে সন্ধ্যায় কুমারপাড়া এলাকা থেকে আনন্দ মিছিল করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি মাদানি চত্বরে গিয়ে শেষ হয়।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, বিএনপি নেতা মাহবুব চৌধুরী, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, বাদশা আহমদ, শ্রমিকদল নেতা সোরমান আলী, ছাত্রদল নেতা নজরুল ইসলাম, মিজানুর রহমান, রাসেল আহমদ, সায়েম আহমদ, খালেদুর রহমান সানি, স্বেচ্ছাসেবক দলের বিমল দেবনাথ, কাউছার হোসেন রকি, যুবদল নেতা গৌছুল আজম সুহিন প্রমুখ।