চুনারুঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুনারুঘাটে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, লুৎফর রহমান মহালদার,পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সমাজ সেবা অফিসার বারেন্দ্র রায়, পিআইও প্লাবন পাল, উপজেলা প্রকৌশলী (এলজিডি) দিপক কুমার দাশ, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মো: মহিউদ্দিন সহ প্রমুখ।
এছাড়া জনসচেতনতা তৈরি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সকালের সম্পৃক্ততার জন্যে ৬ টি স্টল বসানো হয়েছে হলরুমে ।