শ্রীমঙ্গলে অসহায় পরিবারের পাশে ওসি জাহাঙ্গীর

শ্রীমঙ্গল প্রতিনিধি
মানবিক সেবা দিতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।
উপজেলার শ্যামলী আবাসিক এলাকায় বাসিন্দা আবুল মিজি দীর্ঘদিন ধরে অসুস্থ অপারেশন করে একটি পা কেটে ফেলা হয়। সেই থেকে আবুল মিজি বেকার হয়ে পড়েন । অসুস্থ আবুল মিজি বেকার হয়ে পড়ায় তার স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে থাকতে হতো ।
এমন সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে এক মাসের বাজার করে ছুটে চলে যান মানবিক ওসি অসহায় আবুল মিজির বাসায়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ড শ্যামলী আবাসিক এলাকা অসহায় আবুল মিজিকে এক মাসের চাল, ডাল, পেঁয়াজ,রসুন , তেল, সাবান, লবণ, আলু, মসলা ইত্যাদি দেন মানবিক ওসি।
অসহায় আবুল মিজি ও তার স্ত্রী কান্না কন্ঠে বলেন, অসুস্থ লাগি কোন কাজ করতে না পাড়ায় বেশ কয়েকদিন ধরে খেয়ে না আছি । আজ ওসি সাহেব একমাসের বাজার করে নিয়ে আইছেন। আল্লাহ যে ওসি সাবকে হাজার বছর বাঁচিয়ে রাখেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আমি তখন শুনতে পেয়েছি আবুল মিজি একটি পা নেই আরেকটি পা পচে গেছে করিম করার কোনো লোক নেই। খেয়ে না খেয়ে থাকতে হয় এই পরিবারকে। আমি শুনে এক মাসের বাজার করে নিয়ে যাই। যাতে এক মাস এই পরিবার ভালো ভাবে খেতে পারে।
এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার এস আই রফিকুল ইসলাম।