শাবিপ্রবিতে দিক থিয়েটারের টিনের তলোয়ার, পুলসিরাত ও তীর্থযাত্রা প্রদর্শনী

শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’ ২৫ বছর পদার্পণে রজতজয়ন্তী উপলক্ষে নানা আয়োজন করতে যাচ্ছে। এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে টিনের তলোয়ার, পুলসিরাত ও তীর্থযাত্রা প্রদর্শনী।
সোমবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে শাবি প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মো. শাকিল। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৯৯ সালের ১৮ই আগস্ট শাবিপ্রবি ক্যাম্পাসে যাত্রা শুরু করে “দিক থিয়েটার”। যার প্রধান উদ্দেশ্য ছিল, একাডেমিকভাবে অর্জিত জ্ঞানের অংশবিশেষ বাস্তবে প্রয়োগের এমন একটি ক্ষেত্র তৈরি করা যাতে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং মননশীলতার চর্চা সমৃদ্ধ হয়। বর্তমানে সংগঠনটি “সিলেট সম্মিলিত নাট্য পরিষদ” ও বাংলাদেশের নাটকের দলগুলোর সর্ববৃহৎ “বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন” এর সদস্য হিসেবে সমগ্র বাংলাদেশের নাট্য আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দিক থিয়েটার তার ২৪ বছরের যাত্রা সম্পূর্ণ করে পদার্পণ করেছে ২৫ বছরে।
এই মাহেন্দ্রক্ষণ রজতজয়ন্তী উৎসব উদযাপন করার লক্ষ্যে পাঁচ দিনব্যাপী নানা আয়োজন করতে যাচ্ছে ‘দিক থিয়েটার’। এ আয়োজনের প্রথম দিন ২ অক্টোবর উৎসবের পর্দা উন্মোচনের শুভ সূচনার মাধ্যমে নিজস্ব প্রযোজনার পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন দল তাদের পরিবেশনা উপস্থাপন করবে। উৎসবের দ্বিতীয় দিন ৩রা অক্টোবর নিজস্ব প্রযোজনা উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘ টিনের তলোয়ার ‘ নাটকটি মঞ্চস্থ করা হবে। উৎসবের তৃতীয় দিন ৪ অক্টোবর থাকছে ঘাসান কানাফানির উপন্যাস অবলম্বনে প্রাচ্যনাটের প্রদর্শনী ‘পুলসিরাত’। উৎসবের চতুর্থ দিন ৫ অক্টোবর হুমায়ুন কবিরের গল্প অবলম্বন ও তৌকীর আহমেদের নির্দেশনায় নাটক ‘তীর্থযাত্রা’ মঞ্চস্থ করা হবে।
রজতজয়ন্তী উৎসবের পঞ্চম দিনে সংগঠনটির ৬ অক্টোবর নতুন, প্রাক্তন, পুরনো সব সদস্যদের মিলে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। মাহেন্দ্রক্ষণের এই উৎসবের সমাপনী দিবসে ৭ অক্টোবর থাকছে জেরুম লরেন্স ও রবার্ট এডউইন লি এর রচনায় ও মুক্তনীলের নির্দেশনায় বাতিঘরের প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’। সংবাদ সম্মেলনে দিক থিয়েটারের সাধারণ সম্পাদক আর্ণিকা দেবসহ সংগঠনটির অন্যান্য সদস্য এবং শাবি প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।