ধৃত আসামী প্রবক্স গাড়ীর ড্রাইভার আটক

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় গত (২২ সেপ্টেম্বর) শুক্রবার ঢাকা সিলেট মহাসড়ক এর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা এলাকায় ডাক্তার বাড়ী গেইট নামক স্থানে প্রবক্স গাড়ীর ড্রাইভার আব্দুস সামাদ আজাদ (২৭) নিজ লেন হইতে বিপরীত লেনে আসিয়া শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ডিউটিরত পুলিশ গাড়ির সহিত দূর্ঘটনা সংগঠন করে পালিয়ে যায়।
দুর্ঘটনায় গাড়ির সামনের দিকে ভেঙে যায় এবং ডিউটিরত এসআই মনিরুল ইসলাম চৌধুরী ও কং নুর নবী গুরুতর আহত হন। আহত দু’জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আজ (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মৌলভীবাজার সদর থানাধীন জগন্নাথপুর হইতে দুর্ঘটনা সংঘটনকারী প্রবক্স গাড়ীর ড্রাইভার আব্দুস সামাদ আজাদ (২৭) কে গ্রেফতার করিয়া শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে (ওসি) মোহাম্মদ মাঈনুল ইসলাম ভূঁইয়া জানান, মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।