বিএনপি-জামায়াতে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে জনসভায় শিক্ষামন্ত্রী
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
সারাদেশে বিএনপি-জামায়াতে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে রেলওয়ে পার্কিংয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ-১ সংদসীয় আসনের এমপি শাহনওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলেই আমরা আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আগামী দিনেও আপনারা নৌকায় ভোট দিয়ে আমাদেরকে সে-ই সুযোগ করে দিবেন।
এছাড়াও সভায় শায়েস্তাগঞ্জ উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরনের দাবী জানানো হয়েছিলো। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এগুলো জাতীয়করনের প্রক্রিয়া চলমান এবং প্রক্রিয়াটা একটু জটিল ও দীর্ঘ। তবে আশা করি খুব শীগ্রই আগামী কয়েক মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।