মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
মাধবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম মাধবপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুর নাম সানজিদা (১২)। সানজিদার পিতার নাম নয়ন মিয়া।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সাড়ে ৩ টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তোফাজ্জল হোসেন জানান, পুকুরের পানি থেকে উদ্ধার করে সানজিদাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনেরা।
এর আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন মিয়া পশ্চিম মাধবপুরের হাজী রবিউল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন। নয়নের বাড়ি সিলেটে। তার স্ত্রী (সানজিদার মা) হনুফা বেগম স্থানীয় একটি ক্লিনিকে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে নিয়োজিত।
সানজিদা কীভাবে পানিতে ডুবে মারা গেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি কেউ। মাধবপুর থানা ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।