তাহিরপুরে কালবেলা পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
জমকালো আয়োজনের মধ্যদিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার দুপুরে (১৬ অক্টোবর) উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভায় মিলিত হন অতিথিবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন।
পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি তরুণ সাংবাদিক শওকত হাসান অনুষ্ঠান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ, বাংলাদেশ স্থলবন্দর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক গণেশ তালুকদার, সিনিয়র সাংবাদিক বাবরুল হাসান বাবলু, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদ রমজান, সাংবাদিক রুকন উদ্দিন, আবু জাহান তালুকদার, শামছুল আলম আখুঞ্জি, আহমদ কবির, মনিরাজ শাহ, শংকর চন্দ, সাকেল হাসান প্রমুখ।