৭৫ এর যুবতী!

দৈনিকসিলেটডেস্ক
সমপ্রতি ৭৫ বছরে পা দিলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের সেলিব্রিটিরা। কিন্তু, এখনও হেমা মালিনীর গ্ল্যামার সামান্যতম কমেনি। রাজনীতি টু বিনোদন মঞ্চ, তিনি দৌঁড়ে বেড়ান সর্বত্র। কিন্তু, চেহারায় বয়সের বিন্দুমাত্র ছাপ পড়েনি। হেমা মালিনী বলেন, আমি ৭৫ এর যুবতী! সুতরাং, এরকমই থাকবো সব সময়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন