মাধবপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবলীগে’র আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং কেক কেটে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে দিকে উপজেলা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সামনে থেকে উপজেলা যুবলীগের বর্ণাঢ্য র্যালি বের করে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে মাধবপুর বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয় এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব ণ্ড উপজেলা যুবলীগের মোঃ সভাপতি ফারুক পাঠান,ও সঞ্চালনায় করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জুয়েল খাঁন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, যুবলীগ নেতা শাহ নেওয়াজ শানু,মোঃ সাজু মিয়া,হুমায়ুন কবির, পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম, পৌর যুবলীগ নেতা বদরুজ্জামান আলি, রাখেশ দাশ, মোঃ নাহিদ মিয়া,প্রমূখ। পৌর যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,সহ শতাধিক যুবলীগের নেতৃবৃন্দ ছিলেন।