ছাত্রলীগের দুই নেতার সং ঘ র্ষ: আ হ ত ইউনিয়ন ছাত্রলীগ সেক্রেটারী

চুনারুঘাট প্রতিনিধি
চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে বিডিও পোস্ট করা নিয়ে ছাত্রলীগের দুই নেতার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমির আহমেদ গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় সমিরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল অনুমান ১০ টায় আমুরোড বাজারের তরকারি হাটে। আহত ছাত্রলীগ নেতা সমির আহমেদ জানান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাহুল শুক্লবৈদ্ধ এর সাথে গত দুই দিন পূর্বে আমার বাকবিতন্ডা ও হালকা হাতাহাতি হয় ।
এর জের ধরে রাহুল আমাকে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত যখম করে। এতে আমার মাতায় ৪টি সেলাই ও হাতে গুরুতর যখম প্রাপ্ত হই । এসব অভিযোগ অস্বীকার করে ছাত্র লীগ নেতা রাহুল জানায়, গত সাপ্তাহ পূর্বে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিলের বিডিও পোস্ট করা নিয়ে আমার উপর হামলা করে। এ ঘটনায় ছাত্রলীগের ওই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।