শাবিপ্রবিতে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি
গেট এইড কোম্পানির সহায়তায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন উদ্ভাবন করা হয়েছে।
এতে বিক্রেতার উপস্থিত ছাড়াই অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে পণ্য কিনতে পারবেন শিক্ষার্থীরা।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে স্থাপিত এই ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা গবেষণার পাশাপাশি আমাদের কাজ সেবার মান বাড়ানো, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ভালো খাবারের মান নিশ্চিত করা, হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা শপ চালু করার জন্য।’’
তিনি আরো বলেন, আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে হলগুলোতে যত ধরণের সুযোগ সুবিধা প্রয়োজন আমরা সবগুলো নিশ্চিত করবো। আমরা চাই নিয়ম মেনে শিক্ষার্থীরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সাথে জড়িত থাকুক।
এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর কামরুজ্জামান চৌধুরী, শাহপরাণ হল প্রভোস্ট ড. মো. মিজানুর রহমানসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে শাহপরাণ হলের প্রভোস্ট ড. মো.মিজানুর রহমান জানান, আজ-কালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘এ’ ও ক্যাফেটেরিয়া এ ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। এর মাধ্যমে শাবিপ্রবিতে পুরোদমে স্বয়ংক্রিয় বিক্রয় সিস্টেম চালু হবে।
গেট এইড কর্তৃপক্ষ জানায় সামনে মাসে আরো ৮টা ভেন্ডিং মেশিন আসবে। ক্যাম্পাসসহ প্রতিটি হলে তা স্থাপন করা হবে। এছাড়াও আগামী মাসে ৫টি ওয়াশিং মেশিন নিয়ে আসার পরিকল্পনা আছে কোম্পানিটির।