নবীগঞ্জে মাসিক আইন শৃংখলা কমিটির সভা
নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা সোমবার (২৭ নভেম্বর) সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহেদ চৌধুরী, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা রশিদুজ্জামান, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, নির্মলেন্দু দাশ রানা, ইমদাদুল হক চৌধুরী, সাদিকুর রহমান শিশু, দিলাওর হোসেন, আক্তার হোসেন ছুবা, রঙ্গ লাল দাশ, মোঃ নোমান হোসেন, হাবিবুর রহমান হাবিব, নাদিম আহমদ সুমন, মিনিবাস মালিক সমিতির সভাপতি ছামাদুল হক, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকলী, কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, মৎস কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম, মহিলা বিষযক অফিসার নুসরাত ফেদৌসী, ডিজিএম মোহাম্মদ ফায়াজুল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোরঞ্জন দাশ প্রমূখ।
সভায় নবীগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ীদের মদদদাতাকে খুজে বের করে কঠোর আইনী ব্যবস্থা নেওয়াসহ শীত মৌসুমে গরু চুরি, সিদেল চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সাংবাদিক পরিচয়ে নবীগঞ্জের বিভিন্ন দপ্তরে হয়রানীকারীর বিরুদ্ধে আইনী ব্যবস্থাসহ শহরের যানজট নিরসনে সার্বিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।