তাহিরপুরে প্রতিবন্ধী দিবসে র্যালী ও আলোচনা সভা

তাহিরপুর প্রতিনিধি
৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে র্যালী পরর্বতীতে উপজেলা অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা ও উপজেলা প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে সাংবাদিক সওকত হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি,উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সভাপতি আবুল নুর আহমেদ,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জি,উপজেলা শ্রমিকলীগের যুগ্মসম্পাদক মতিউর রহমান মতি,যুবলীগ নেতা আবুল কাশেম,সমাজকর্মী মিল্লাদ হোসেন,ওয়াল্ড ভিশন অফিসার মহসিন খান সাংবাদিক মনিরাজ শাহ প্রমুখ।