“কামাল পাশা সংস্কৃতি সংসদ” এর সভাপতি হলেন সাংবাদিক রাজু

সুনামগঞ্জ প্রতিনিধি
“আসছি একা যাইব একা কিসের ভাবনা, কাপন ছাড়া এ জীবনে সঙ্গী হবে না, ভুলে যদি সুখে থাকো ভুলিয়া যাইও, তরং এ আইসা ক্বারী ও বাবা উড়াইলেন তৌহিদের নিশানসহ অসংখ্য আধ্যাত্মিক গানের রচয়িতা সাংবাদিক গীতিকার-সুরকার বাউল রাজু আহমেদ রমজান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিশেষ তহবিল ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২য় বারের আর্থিক অনুদানপ্রাপ্ত সাংবাদিক রাজু আহমেদ।
সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাজু দেড়যুগের সাংবাদিকতায় ইতিপূর্বে কাজ করছেন শীর্ষস্হানীয় বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে। দেশের গন্ডি ফেরিয়ে ২০১৮ সালে ঢাকা টাইমস অনলাইন নিউজ পোর্টালে মালয়েশিয়া প্রতিনিধি হিসেবেও দায়িত্বপালন করেন তিনি। পরবর্তীতে ২০২০ সালে স্বদেশে এসে জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন ও দৈনিক সিলেট এ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করে আসছেন। জানা গেছে, বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুদানপ্রাপ্ত গানের সম্রাট বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ এর তাহিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করে আসছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১লা ডিসেম্বর সভাপতি পদে রাজুকে দায়িত্ব প্রদান করেন সংশ্লিষ্টরা।
জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর উত্তর গ্রামের মৃত মহরম আলীর ছেলে গীতিকার-সুরকার আধ্যাত্মিক এ বাউল সাংবাদিক। এদিকে, রাজু সভাপতি নির্বাচিত হওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন অনেকে। প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ জুন আমরাও গাইতে পারি এই শ্লোগান নিয়ে “টাঙ্গুয়ার হাওর শিল্পী গোষ্ঠী” নামে একটি সাংস্কৃতিক সংগঠন তৈরি করেন সাংবাদিক রাজু। যার নাম পাল্টে অঘোষিতভাবে “জল জোছনা শিল্পী গোষ্ঠী” নামকরণ করা যেতে পারে বলে জানা গেছে। এ সংগঠনের প্রতিষ্ঠাতা রাজু আকষ্মিকভাবে প্রবাসে চলে গেলে ঝিমিয়ে পড়ে কার্যক্রম। পরবর্তীতে তিনি স্বদেশে ফিরে আসলে সংগঠনকে চাঙ্গা করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।