সুনামগঞ্জে কাবিটা স্কীম বাস্তবায়ন-মনিটরিং কমিটির সভা

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেছেন, সবাই সম্মিলিতভাবে নীতিমালার মধ্যে এবারের ফসল রক্ষা বাঁধের কাজ করতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে কাজ করা এবং অপ্রয়োজনীয় কোন বাঁধের কাজ না করারও আহবান জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসক বলেন- অনেক চাপ আসতে পারে, যাচাই-বাছাই করুন চাপ সামলাতে না পারলে জেলা কমিটির কাছে পাঠিয়ে দিন। কমিটি বিষয়টি দেখবে। কোন পেশাজীবি যেন পিআইসি না পায় সেদিকেও খেয়াল রাখার আহবান জানান জেলা প্রশাসক।
সোমবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কাবিটা নীতিমালা ২০১৭ এর আলোকে ২০২৩-২৪ অর্থবছরে জেলার হাওর সমূহে পানি উন্নয়ন বোর্ডের আওতাভূক্ত ডুবন্ত বাঁধের ভাঙ্গন বন্ধকরণ, মেরামত কাজ বাস্তবায়নের লক্ষে স্কীম অনুমোদনের নিমিত্তে কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কল্পে জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্য দেন ডিসি।
সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড জেলা শাখার নির্বাহী প্রকৌশলী-১ মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী-২ মোহাম্মদ সামসুদ্দোহা, ডিডিএলজি দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিম. অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম. ত্রাণ অফিসার শফিকুল ইসলাম.বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ, আবু সুফিয়ান, পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, টিআইবির সভাপতি নুরুর রব চৌধুরী,সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।