দোহালিয়াবাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি
দেশের স্বনামধন্য এবং প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান ডাচ- বাংলা ব্যাংকের সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়াবাজারে এজেন্ট আউটলেটে মতবিনিময় সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় দোহালিয়াবাজারে মেসার্স সৌরভ ট্রেডার্সে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেসার্স সৌরভ ট্রেডার্সের সত্বাধীকারি ও ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মোঃ ফারুক মিয়া”র সভাপতিত্বে, ডাক্তার সুজিত দাশে”র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র সেলস ম্যানেজার নকুল কুমার বৈদ্য, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়ন পরিষদের ৫-নং ওয়ার্ডের সদস্য সুনুর মিয়া, যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল হাকিম,ইউপি সদস্য ছবদিল আলম,টেলার সমজাদ আলী,ব্যাবসায়ী দিলোয়ার হোসেন,সুজন মিয়া,দবির আহমদ,শাজন মিয়া, গ্রাহক বিজয় দাস,কামাল মিয়া শফিক মিয়া, মনিরা খাতুন,ইয়াসমিন বেগম,ফুলমালা,রাবিয়া প্রমুখ।
এ সময় আগত অতিথিবৃন্দ ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্পর্কে গ্রাহকদের উৎসাহিত করতে বিভিন্ন দিক তুলে ধরেন এবং গ্রাহকরা সকলেই এ শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন, গ্রাহক সমাবেশে আমন্ত্রিত প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।