সুনামগঞ্জ-১ আসনে নৌকার বিজয়ে মাঠে আজাদ হোসেন

সুনামগঞ্জ প্রতিনিধি
স্হানীয় গন্ডির ভিতরে জনপ্রতিনিধি হলেও উপজেলাজুড়ে জনপ্রিয়তা আকাশছোঁয়া। মানবিক নন্দিত এ জনপ্রতিনিধির ব্যাপক পরিচিত রয়েছে জেলার সর্বত্র। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো আজাদ হোসেন। বাংলাদেশ স্থলবন্দর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্যপদে রয়েছেন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন পাওয়া বঙ্গবন্ধুর আদর্শেগড়া সৈনিক অ্যাডভোকেট রনজিত সরকার এর বিজয় নিশ্চিত ও প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজাদ হোসেন এলাকাবাসী এমন তথ্য জানিয়েছেন। দলীয় নেতাকর্মী, সমর্থবৃন্দ নেহায়েত ঐক্যবদ্ধ থাকলে নৌকার মাঝি হবেন রাজপথের লড়াকু বঙ্গবন্ধুর সৈনিক রনজিত সরকার এমন চুলছেড়া বিশ্লেষণ করে চায়ের কাপে ঝড় তুলছেন ভোটারগণ।
জানা গেছে, সম্প্রতি ঘোষিত দলীয় প্রার্থী রনজিত সরকার এর পক্ষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিষয়ে তৃণমূলে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন জনপ্রতিনিধি এই রাজনীতিক। নির্বাচনী পুরনো অভিজ্ঞতা নিয়ে ভোটারদের দ্বারে গিয়ে নৌকার ভোট নিশ্চিত করে যাচ্ছেন আজাদ হোসেন।
এদিকে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিতে একাট্টা জেলা আওয়ামী লীগ। জেলার ৫ আসনের প্রার্থী ঘোষণার পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে সরব রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে আজাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয় আমাদের আসনে রনজিত সরকার’কে নৌকার প্রার্থী দিয়েছেন। বঙ্গবন্ধুর আর্দশেগড়া আমাদের মতো নেতাকর্মী-সমর্থকবৃন্দের দায়িত্ব হলো ভোটাধিকার প্রয়োগ করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করা। শুধু সুনামগঞ্জ-১ নয় জেলার ৫টি আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে হবে। দলীয় নেতাকর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন সৃজনশীল রাজনৈতিক জনপ্রতিনিধি আজাদ হোসেন।