সুনামগঞ্জের ৪টি আসনে আ.লীগের প্রতিপক্ষ আ.লীগ

দৈনিকসিলেট ডেস্ক :
এবার সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে তিনটিতে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। সুনামগঞ্জ-৪ আসনে গেল দুবার প্রার্থী না দিলেও এবার পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিককে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন। সুনামগঞ্জ-৫ আসনে পাঁচবারের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক এবারও নৌকার মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী। সুনামগঞ্জ-১ ও ২ আসনের নৌকার প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের বর্তমান এমপিরা।
সুনামগঞ্জের-৫টি আসনের মধ্যে এক ও দুই আসনের নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রনজিৎ সরকারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য সেলিম আহমদ। রনজিৎ সরকারের কাছে দলীয় নেতা-কর্মীরা নিরাপদ নয় বলে মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দেন এমপি রতন। অন্যদিকে এমন বক্তব্যে কর্ণপাত না করে দলের ঐক্য ধরে রাখতে মরিয়া হয়ে কাজ করছেন রনজিৎ সরকার। সুনামগঞ্জ-২ আসনে পুলিশ প্রধানের ভাই, শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে সদ্য পদত্যাগ করা আওয়ামী লীগ নেতা চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) দলীয় মনোনয়ন পাওয়ায় বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক সংসদ সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্তের সহধর্মিণী বর্তমান সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এতে এ দুটি আসনেও ভোটের মাঠে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই।
এদিকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। এবার এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। অন্যদিকে নির্বাচন করার ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন সুনামগঞ্জ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় কমিটির সদস্য ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী পাঁচবারের এমপি মুহিবুর রহমান মানিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম চৌধুরী। তাদের মধ্যে পারিবারিক ও ব্যক্তি বিরোধ দীর্ঘ দিনের। তাই ভোটের রাজনীতিতে একে অন্যকে বিষোদগার করে বক্তব্য রাখছেন বিভিন্ন সভা-সমাবেশে। এ দুই রাজনীতিকের দ্বন্দ্বের কারণে কর্মী-সমর্থকদের মধ্যে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছে প্রতিনিয়ত। ভোটাররা বলছেন আসনটিতে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই।
সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে কেবল সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ মান্নানের আসনে দলের অন্য কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেননি।