নৌকার সমর্থনে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভা
জগন্নাথপুর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জোরালো ভূমিকা পালন করতে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ এক মতবিনিময় সভা আজ মঙ্গলবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান, সুজিত কুমার রায়, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলা মিয়া, ৩ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জামিল আহমেদ, আব্দুস সামাদ, ৫ ওয়ার্ড আওয়ামী সভাপতি আবু আহমেদ আবু,সাধারণ সম্পাদক কবির আহমেদ, ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল ভট্টাচার্য, ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সহিদ, ৮ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিকুঞ্জ কুমার দাস প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক মিয়া ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ।
মতবিনিময় সভায় বক্তারা দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে পাড়া মহল্লায় জোরালো ভূমিকা পালন করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।