সারাদেশে চলছে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

দৈনিকসিলেট ডেস্ক :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে দেশের সব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।’ ঢাকায় সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম ঢাকা-৪ আসন দিয়ে প্রতীক বরাদ্দ শুরু করেন।
প্রতীক বরাদ্দ হওয়ার আগে গতকাল আওয়ামী লীগ ও তার শরীক দলগুলো এবং জাতীয় পার্টির প্রার্থী নির্ধারণ শেষ হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিক ১৪ দলকে ৬টি, জাতীয় পার্টিকে ২৬ আসনে ছাড় দিয়ে ২৬৩ আসনে প্রার্থী দিয়েছে।আওয়ামী লীগ ও শরিক দলের প্রার্থীরা নৌকা এবং জাতীয় পার্টি লাঙল প্রতীকে নির্বাচন করবেন।
ইসির দেয়া তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট ২৮টি রাজনৈতিক দল থেকে শেষ পর্যন্ত একটি দল অর্থাৎ গণতন্ত্রী পার্টি বাদ পড়েছে। এবারে নির্বাচনে মোট ২ হাজার ৭৪১টি মনোনয়নপত্র জমা পড়ে। আর রিটানিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে এর থেকে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটানিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইসিতে ৫৬০ টি আপিল আবেদন জমা পরে। এ আপিল আবেদনের ওপর গত ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানী শেষে ২৮৬ জন তাদের প্রার্থীতা ফিরে পান। এ নিয়ে সারাদেশে মোট বৈধ প্রার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২৬০ টি। রবিবার ৩৪৭ টি মনোনয়ন প্রত্যাহার শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে মোট প্রার্থী দাঁড়াল ১ হাজার ৮৯৬ জন।