কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময়

দৈনিকসিলেটডটকম
কোম্পানীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদের সাথে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলাগঞ্জস্থ সাদা পাথর হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মানবজমিন ও উত্তরপুর্বের প্রতিনিধি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি ভোরের ডাক ও সবুজ সিলেটের প্রতিনিধি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আজকের পত্রিকা ও সিলেটের ডাকের প্রতিনিধি আবিদুর রহমান, অর্থ সম্পাদক একাত্তরের কথার প্রতিনিধি আলী হোসেন, অফিস সম্পাদক এশিয়ান এক্সপ্রেসের প্রতিনিধি আনোয়ার সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শ্যামল সিলেটের প্রতিনিধি আকবর রেদওয়ান মনা, কার্যনির্বাহী সদস্য ইনকিলাব ও জালালাবাদের প্রতিনিধি আব্দুল জলিল ও জৈন্তা বার্তার প্রতিনিধি ফারুক আহমদ, কোম্পানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মনিরুজ্জামান খান, এএসআই জাহিদুল ইসলাম, কাঞ্চন চক্রবর্তী, সুহেল আহমদ প্রমুখ।
এসময় কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি গোলাম দস্তগীর আহমেদ মতবিনিময় সভায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। সাংবাদিকদের লেখনির মাধ্যমে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরা হয়। উপজেলার আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক রাখতে এবং সকল অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।