শাহরুখ নাকি প্রভাস ,কে এগিয়ে?
দৈনিকসিলেটডেস্ক
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখের ‘ডানকি’। এবার জমছে দুই ভারতীয় মহারথীর দ্বৈরথ। আজ শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘সালার: পার্ট ওয়ান’। যা প্রি-বুকিংয়ে শাহরুখের ‘ডানকি’র তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরে দক্ষিণের ছবির আলাদা একটা বাজার তৈরি হয়েছে। আন্তর্জাতিক পরিসরেও ‘বাহুবলী’, ‘কেজিএফ’, ‘আরআরআর’-এর ব্যবসার অঙ্ক লজ্জায় ফেলেছে বলিউডকে। খুব সম্ভবত, সেই পথ ধরেই এগোচ্ছে ‘সালার’ও।
স্যাকনিল্ক ডট কমের রিপোর্টে অনুসারে, প্রথম দিন সালারের প্রি বুকিং হয়েছে ৪৮.৯৪ কোটি। এদিকে, ঠিক একদিন আগে মুক্তি পাওয়া ডানকি খাতা খুলেছে মাত্র ৩০ কোটি দিয়ে। যা ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর চেয়ে অনেক কম। এমনকি বাণিজ্য বিশ্লেষকরা আশা করছেন, সালার ছবিটির প্রথম দিনের আয় থাকবে ৬০ কোটির কাছাকাছি।
অবশেষে বাংলাদেশেও ‘ডানকি’, মিলল আনকাট সেন্সরঅবশেষে বাংলাদেশেও ‘ডানকি’, মিলল আনকাট সেন্সর
‘সালার: পার্ট ওয়ান’র বিশ্বব্যাপী ১৬ হাজার ৫৯৩টি শোয়ের জন্য ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে ২২ লাখেরও বেশি টিকিট। এর মধ্যে তেলুগু থেকেই আয় হয়েছে ৩৮.২৫ কোটি। আর হিন্দি শোয়ের জন্য সালার ঘরে তুলেছে ৫.৬২ কোটি। তামিল শো থেকে আয় ২ কোটির কাছাকাছি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারণ, শ্রুতি হাসান, টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। পরিচালনা করেছেন ‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল। জানা গেছে, তিনটি পার্টে আসবে ‘সালার’। এবার প্রথম পার্ট মুক্তি পেয়েছে।
এদিকে, কয়েকদিন ধরেই প্রভাসের সিনেমাটির নির্মাতাদের তরফে দাবি করা হচ্ছিল, শাহরুখ খানের ডানকির জন্য কাঙ্খিত শো পায়নি তাঁদের সালার। প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের একটি সূত্র গণমাধ্যমে জানান, পিভিআর আইনক্স ও মিরাজ সিনেমাসের পক্ষ থেকে সালার এবং ডানকি উভয়কেই সমান শো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা রাখা হয়নি।
এক্স হ্যান্ডেলে ‘ডানকি’র ৫০ মিনিট, রিভিউ দিলেন ভক্তরাএক্স হ্যান্ডেলে ‘ডানকি’র ৫০ মিনিট, রিভিউ দিলেন ভক্তরা
প্রসঙ্গত, ‘বাহুবলী’র পর থেকে সাফল্যের মুখ দেখেননি প্রভাস। সুপারফ্লপের তকমা পায় তাঁর ‘আদিপুরুষ’। তবে ভক্তদের প্রত্যাশা, এবার সে খরা কাটাবে সালার। এদিকে, শাহরুখ রীতিমতো হ্যাটট্রিক ব্লকবাস্টারের পথে। চলতি বছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বাজিমাত করেছেন, এবার দেখাচ্ছেন ‘ডানকি’ ম্যাজিক।