শিবির নেতা মস্তফার বাড়িতে তল্লাশী, হুমকি

ছাতক সংবাদদাতা
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মস্তফা আহমদের বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়েছে। গতকাল ১৩ ডিসেম্বর রাতে পুলিশ মস্তফার গ্রামের বাড়িতে তল্লাশী চালায়। পুলিশ মস্তফাকে না পেয়ে তার মা শাহানারা বেগমের সাথে দুর্ব্যবহার করে। এবং মস্তফা দেশে আসলে তাকে গ্রেপ্তার করে হত্যা করার হুমকি দেয়।
এ ব্যাপারে পুলিশ জানায়, মস্তফা দেশে থাকাকালীন সময়ে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিল। বিদেশে গিয়েও ফেইসবুকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিচ্ছে ও সাধারণ জনগণকে উস্কানী দিচ্ছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সে দেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে।