সাংবাদিকদের সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসকের অবহিতকরণ সভা

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা (সংশোধিত) সংক্রান্ত অবহিতকরণ সভা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। সভায় নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা (সংশোধিত) সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার এর পরিচালনায় ঘন্টাব্যাপী চলা অবহিতকরণ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশেদ। জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।