নতুন বছরে শুরুতে প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন রাকুল!
দৈনিকসিলেট ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। বলিউড সিনেমাতেও দেখা যায় তাকে। প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী।
গত বছর খবর চাউর হয়, প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই যুগল। তারপর সবকিছুই আড়ালে চলে যায়। দীর্ঘ বিরতির পর জানা গেলো, নতুন বছরের শুরুতে বিয়ে করতে যাচ্ছেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি।
হিন্দুস্তান টাইমসকে একটি সূত্র বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন রাকুল প্রীত সিং ও জ্যাকি ভাগনানি। ভারতের গোয়াতে বসবে বিয়ের আসর। তবে খুব ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই প্রেমিক যুগল।’
বিয়ের আগে ব্যাচেলর পার্টি করছেন রাকুলের প্রেমিক জ্যাকি। তা উল্লেখ করে সূত্রটি বলেন, ‘জ্যাকি এখন থাইল্যান্ডের ব্যাংককে ব্যাচেলর পার্টি করছেন। মজার বিষয় হলো, রাকুলও বর্তমানে থাইল্যান্ডে অবসার যাপন করছেন।’
২০২২ সালে রাকুল প্রীতের জন্মদিনে জ্যাকির সঙ্গে সম্পর্কের খবর প্রকাশ্যে আনেন এই যুগল। এরপর বিভিন্ন জায়গা তাদেরকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে।