তাহিরপুরে ৫৩টি কেন্দ্রে ৬৩৬ জন আনসার মোতায়েন
তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৫৩টি কেন্দ্রে ৬৩৬ জন আনসার সদস্য পাঠানো হয়েছে। তারা নির্বাচনের দিন পুলিশের সাথে সমন্বয় করে নিরাপত্তায় কাজ করবে।
শনিবার সকালে এই বিষয়ে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিক নির্দেশনা দেন তাহিরপুর উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা শহীদুল ইসলাম।
তিনি জানিয়েছেন, উপজেলায় ৫৩ টি কেন্দ্রে ৬৩৬ জন আনসার সদস্য পুলিশের সাথে সমন্নয় করে কাজ করবে। তাদের সবাইকে নিজ নিজ ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। তারা নিজ নিজ কেন্দ্রে কঠোর নজরদারির মধ্যে দিয়ে নিরাপত্তার স্বার্থে কাজ করবে।