বড়লেখায় সুখী উন্নয়ন সংস্থার চেয়ারম্যানকে নিসচার স্মারকগ্রন্থ প্রদান

বড়লেখা প্রতিনিধি
সুখী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মানবিক ব্যক্তিত্ব বাবু জন্টু দেব’কে স্মারকগ্রন্থ প্রদান করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
সমাজিক ও মানবিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় নিসচা কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত “নিরাপদ” নামক স্মারক গ্রন্থটি তাকে প্রদান করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ। সম্প্রতি বড়লেখা পৌর শহরের পাখিয়ালাস্থ সুখী উন্নয়ন সংস্থা’র নতুন কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকগ্রন্থ প্রাদন করেন প্রবীণ ব্যবসায়ী মো: সিরাজ উদ্দিন, নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান ও কার্যনির্বাহী সদস্য সাদিকুর রহমান প্রমুখ।
এসময় সুখী উন্নয়ন সংস্থা’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জন্টু দেব নিসচা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতাসহ অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, নিসচা’র কার্যক্রমের প্রতি আমি স্যালুট জানাই। জনস্বার্থে তাদের নিঃস্বার্থ কার্যক্রমে আমিও শামিল হতে চাই। দেশ ও সমাজের কল্যাণে জনস্বার্থে তাদের সামাজিক-স্বেচ্ছাসেবী কার্যক্রমে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।