সিলেটে মোটর সাইকেলের ধাক্কায় এক যুবকের মৃ ত্যু

দৈনিকসিলেটডটকম
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের অটোরিক্সার সাথে মোটর সাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মাহমুদ হোসেন। তাঁর বাড়ির শেওলার দিঘলবাক এলাকায়।
স্থানীয়রা জানান, সকালে মোটর সাইকেলে করে মাহমুদ হোসেন বালিঙ্গা নয়াবাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে। মাহমুদের পরিবারের সদস্যদের আহাজারিতে শোকের ছায়া নেমেছে এলাকাবাসীর।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।