বিশ্বনাথে টমেটোর ভাল ফলন: দামে খুশি কৃষকরা

সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ
সিলেটের বিশ্বনাথে টমেটোর ভাল ফলনে কৃষকের মুখে হাসির ঝলক। আর এই হাসির ঝলকের কারণ কয়েক বছর পর এবার ভাল দামে বিক্রি করতে পেরে তাদের এ খুশি। শীত মৌসুমে এ উপজেলার কয়েকশো হেক্টর জমিতে চাষ হয়েছে টমেটো। নানা প্রতিকূলতার মধ্যেও এবার টমেটোর আশানুরূপ ফলন হয়েছে। দুই চোঁখ যেদিকে যায় দেখা যায় টমেটোর ক্ষেতের মাঠ।আর এমন দৃশ্য জানান দেয় সবজির পাশাপাশি টমেটো চাষেও একচ্ছত্র রাজত্ব করছে এ উপজেলার কৃষকরা।কৃষকের তৃপ্তির হাসি আর টমেটোর মাঠে ব্যস্ততাই চাষীদের সফলতার বাস্তবতা।
প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রোদ-ঠান্ডা উপেক্ষা করে নানা বয়সের চাষীরা ব্যস্ত সময় পার করছেন টমেটো পরিচর্যায়।কেউ আধাপাকা টমেটো সংগ্রহ করছেন কেউ আবার পরম মমতায় টমেটো গাছের রোগবালাই ছাড়াতে কীটনাশক ও ভিটামিন স্পে করছেন। তাদের এমন হাঁড় খাটুনি শ্রমে উপজেলার খাজাঞ্চী,লামাকাজী,অলংকারী ইউনিয়নের হেক্টরের পর হেক্টর আবাদী জমি এখন টমেটো চাষে সয়লাব। এসব ইউনিয়নের মধ্যে খাজাঞ্চী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় সবচেয়ে বেশি টমেটো চাষ হয়। এমনিতে এ উপজেলার খাজাঞ্চী এলাকা সবজি চাষের অঞ্চল হিসেবে দেশে বিদেশে যথেষ্ট সুনাম ও সুখ্যাতি রয়েছে। এই অঞ্চলের কয়েক হাজার কৃষকের স্বপ্ন প্রত্যাশা আর জীবন জীবিকা এই টমেটো চাষকে ঘিরে।অধিক লাভের আশায় কৃষকরা চাষ করেছেন আগাম জাতের উচ্চ ফলনশীল টমেটো। চাহিদা দাম ও ভালো ফলন হওয়ায় আগাম জাতের এই টমেটো চাষকে লাভজনক মনে করে তা চাষে ঝুঁকছেন অনেকেই ।
সরেজমিনে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হরিপুর তবল পুর মুছেধর,বাওয়ানপুর পাহাড়পুর তেলিকোনা,বিলপারসহ বেশ কয়েকটি গ্রামে গিয়ে কথা হয় চাষীদের সাথে।তারা জানালেন, উচ্চ ফলনশীল টমেটো চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই ।উৎপাদিত টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। শীত মৌসুমে মুফতির বাজারে প্রতিদিন সকালে সবজির হাট বসায় পাইকাররা সেখান থেকে অথবা অনেক সময় মাঠ থেকে তরতাজা পাকা-আধাপাকা টমেটো সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে।এই বাজারে শীত মৌসুমে ক্রেতা বিক্রেতার ভীড়ও লক্ষণীয়।
টমেটো চাষী আছদ্দর আলী বলেন; গত বছরের তুলনায় এবার টমেটো ভাল ফলন হয়েছে এবং দামও পাচ্ছি।এ পর্যন্ত এক লক্ষ টাকার বিক্রি হয়েছে। এখনো জমিতে যে পরিমাণ টমেটো রয়েছে আশাকরি খরছ বাদে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবো।