কালীবাড়ি বাজারস্থ জুই ভেরাইটিজ ষ্টোর থেকে নগদ টাকা চুরি, মামলা দায়ের
শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল থানাধীন জুই ভেরাইটিজ ষ্টোর থেকে তিন লক্ষ টাকা চুরির খবর পাওয়া যায়। জুই ভেরাইটিজ ষ্টোরের প্রোপাইটার নাজীম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান যে, সুকান্ত সূত্রধর জানুয়ারী মাস থেকে আমার দোকানে কর্মচারী হিসাবে যোগদান করে। ভালভাবে আমার দোকান পরিচালনা করে আসছে।
ঘটনার দিন ২৫ জা্নুয়ারি ২০২২ তারিখে আমি তাকে দোকানে রেখে দুপুরের খাবারের জন্য বাসায় যাই। এবং মৌলভীবাজার থেকে দোকানের মালামাল আনার জন্য কেসে ৩ লক্ষ টাকা ছিল। দুপুরের খাবার খেয়ে মৌলভীবাজার যাওয়ার জন্য রেডি হয়ে এসে দেখি দোকানে সুকান্ত নেই। সাথে সাথে কেসবাক্স খুলে দেখতে পাই কেসে কোন টাকা নেই। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিয়ে দেখতে পাই মোবাইল নাম্বার টি বন্ধ আছে। তখন আমি বুঝতে পারি সেই আমার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। আমার পাশের দোকানের একজনকে সাথে নিয়ে তাদের বাড়িতে যাই। তার মায়ের সাথে কথা বললে তিনি জানান আমি আমার ছেলের সঙ্গে যোগাযোগ করে বিষয় টি সমাধান করে দেব।
তার কিছু সময় পরে সুকান্ত আমাকে ফোন করে হুমকি দিয়ে বলে যে টাকা আমি নিয়েছি তর যা খুশি তুই করতে থাক। পরবর্তীতে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হই। সুকান্ত সূত্রধরকে আসামি করে একটি চিনতাই মামলা দায়ের করি।