মাধবপুরে গ্রাম উন্নয়ন কর্মসূচি’র মাসিক যৌথসভা

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)এর সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি’র মাসিক যৌথসভা ও ই- প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি ) দুপুর ১২ ঘটিকায় উপজেলার নোয়াপাড়া চা বাগানে উক্ত সভা ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সহকারী প্রকল্প পরিচালক মো: মিজানুর রশিদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুর হক। সভায় মাধবপুর উপজেলার সিভিডিপি ভুক্ত উপকারভোগী ৬০ টি সমিতির গ্রাম কর্মী ও সমবায়ীরা উপস্থিত ছিলেন।