শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে রোড টু বিসিএস সেমিনার
শাবিপ্রবি প্রতিনিধি
বিসিএসের স্বপ্ন দেখা শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান ও উৎসাহিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন জিডিএন সাস্টের উদ্যোগে ও বিসিএস কনফিডেন্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে সেমিনারটি।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বিসিএস কনফিডেন্সের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ রাজু এবং বিশেষ আলোচক হিসেবে ৩০তম বিসিএসের প্রথম ও শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা সুশান্ত পাল বক্তব্য রাখবেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিডিএন সাস্টের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়।
জানা যায়, এর আগের দিন সেমিনারটি উপলক্ষে ২৬ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি নিয়ে একটি মক এক্সাম অনুষ্ঠিত হবে। যার রেজিষ্ট্রেশন কার্যক্রম গত ২২ জানুয়ারি শুরু হয়েছে এবং ২৫ জানুয়ারি বিকাল ৫ টা পর্যন্ত এর জন্য রেজিস্ট্রেশন চালু থাকবে।
সার্বিক বিষয়ে জিডিএন সাস্টের সভাপতি মো. মিসবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার যাত্রা একটি দীর্ঘ প্রক্রিয়া। সঠিক দিক নির্দেশনার অভাবে এই যাত্রায় অনেকেই খেই হারিয়ে ফেলেন । আমাদের সম্মানিত আলোচকবৃন্দ এর মাধ্যমে শাবিপ্রবির শিক্ষার্থীদের এই যাত্রায় একটি সঠিক দিক নির্দেশনা প্রদানের উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।