বর্ণিল আয়োজনে বিশ্বনাথে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সমুজ আহমদ সায়মন, বিশ্বনাথ থেকে
বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বনাথে ১ম বারের মত আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে’’র উদ্যোগে পৌর এলাকার পশ্চিম চাঁনশীর কাপনে ঐতিহ্যবাহী মোহামেডানের মাঠে উপজেলার লামাকাজী,খাজাঞ্চী, অলংকারী,রামপাশা,বিশ্বনাথ সদর,দৌলতপুর, দেওকলস ও দশঘর ইউনিয়ন দল নিয়ে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিশ্বনাথন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকদ্দছ আলী।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে’র সভাপতি শফিউর রহমান খাঁন জামিল এর সভাপতিত্বে বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সহসভাপতি এ কে এম তুহেমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সদর ইউপি চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশিষ্ট ক্রীড়ানুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ আজিজুর রহমান খান রাজু, ক্রীড়ানুরাগী মোঃ খালেদ খাঁন, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কে’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহাব উদ্দিন সাবুল, আব্দুল আহাদ,তারেক আহমদ খজির, ছাইফ উদ্দিন, হেলাল আহমদ মেম্বার, মোঃ দেলওয়ার হোসেন, অলিউর রহমান, লোকমান মিয়া, একেএম তুহেম, মিছবাহ খাঁন, মামুন খাঁন, আব্দুল মুমিন, আব্দুর রাজ্জাক, জসিম উদ্দিন, মাহবুব মিয়া, দিলোওয়ার হোসেন, আতিক আলী, লিটন মিয়া, মাজহারুল ইসলাম সাব্বির।
উদ্বোধনী খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বিশ্বনথ সদর ইউনিয়নকে হারিয়ে রামপাশা ইউনিয়ন জয়লাভ করে।ম্যাচসেরা হন বিজয়ী দলের জগলু।