মাধবপুরে মাদ্রাসার এতিম শিশুদের খাবারের জন্য নগদ টাকা প্রদান
মোঃ নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুরে অনলাইন ভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্ৰুপের ৯০তম মানবিক প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর হজরত ওমর রাঃ দাখিল, হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায়।
শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকার সময় মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর হজরত ওমর রাঃ দাখিল, হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার প্রায় ২০ জন এতিম ছাত্রের খাবার ক্রয় করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে অনলাইন ভিত্তিক মানবিক গ্ৰুপ (স্বচ্ছতা গ্ৰুপ)।
উল্লেখ্য স্বচ্ছতা গ্ৰুপের সদস্য সাংবাদিক লিটন বিন ইসলামের গ্রামের বাড়ির এতিমখানার পরিচালক মাওলানা আব্দুল হান্নান আজহারির সাথে মাদ্রাসা নিয়ে কথা হলে জানতে পারেন উক্ত মাদ্রাসার এতিমখানা মানুষের দান খয়রাতে কোনমতে চলছে। পরিচালক স্বচ্ছতা গ্ৰুপের কাছে সহযোগিতা কামনা করেন। সাংবাদিক লিটন বিন ইসলাম স্বচ্ছতা গ্ৰুপের পরিচালক গনের কাছে সাহায্যের আবেদন করেন।
স্বচ্ছতা গ্ৰুপের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে স্বেচ্ছায় অনুদান সংগ্রহ করে ফান্ড তৈরি করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বচ্ছতা গ্ৰুপের সদস্য মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, রোকন আহমেদ, সাংবাদিক হামিদুর রহমান, আল আমিন ইসলাম, মসিউর রহমান মামুন, সামছু উদ্দিন, কাদির হোসেন জুয়েল, শামসুল পরশ, শেখ ইমন আহমেদ, জাকির হোসেন, বাদল মিয়া, চন্দন কর্মকার, লিটন বিন ইসলাম, সাংবাদিক নাহিদ মিয়া প্রমূখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্বচ্ছতা গ্ৰুপ ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্ৰুপের মাধ্যমে নিজেদের জমানো টাকা থেকে মাধবপুর উপজেলার প্রতিটি গ্রামে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ ছিল ৯০তম অনুদান প্রদান।