জামালগঞ্জে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধনে এমপি রঞ্জিত
জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের ভূঁইয়ার হাটি হতে মমিনপুর প্রর্যন্ত ভিলেজ প্রতিরক্ষা দেয়াল নির্মানের শুভ উদ্বোধন করা হয়েছে।
স্হানীয় সরকার (এলজিইডি) প্রকৌশলী আওতাধীন হিলিপ প্রকল্পের ১ কোটি ৪৭ লক্ষ টাকার দেড় কিলোমিটার বেড়িবাঁধ কাজের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী আঃ মালেক, জেলা হিলিপ প্রকল্প সমন্বয়কারী মো. মিজানুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, উপ-সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক মো আব্দুর রহমান ময়না মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক আরিফ আলম লিমন প্রমুখ।
উদ্বোধনকালে নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী সমৃদ্ধিশালী, ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। সেই প্রত্যাশায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।