জাফলংয়ে আশা’র শিক্ষা কর্মসূচির আওতায় ত্রৈমাসিক প্রশিক্ষণ

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ব্রাঞ্চে আশা কর্মসূচির আওতায় শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের নিয়ে ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে আশা জাফলং শাখায় এই কর্মসূচির প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
আশা জাফলং ব্রাঞ্চের ম্যানেজার ফাখরুল ইসলাম’র দিক নির্দেশনায় রোববার প্রথম দিনের কর্মশালায় বিভিন্ন এলাকার পনের জন শিক্ষা সেবিকার মধ্যে প্রশিক্ষণ শুরু করেন প্রশিক্ষক এম.এস রহমান
এ কর্মশালায় প্রাথমিক পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থী ঝরে পড়া হ্রাস করা, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ের দেওয়া পাঠ আয়ত্ত করতে সহায়তা করা, প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদান করা এবং প্রাক প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা জাফলং ব্রাঞ্চের ব্যবস্থাপক ফখরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, আশা জাফলং ব্রাঞ্চের সহকারি ম্যানেজার জগৎময় জ্যোতি , শিক্ষা সুপারভাইজার এরশাদ আলী, রাধানগর ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার রহমান আহমেদ রুবেল প্রমুখ।