দোয়ারাবাজারে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে তানভীর
দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষায় আননুর মডেল একাডেমি থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোঃ সালাফ উদ্দিন হোসেন তানভীর।
মোঃ সালাফ উদ্দিন হোসেন তানভীর, উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামের মোঃ সুমন মিয়া”র পুত্র,তিনি পেশায় একজন ব্যবসায়ী। মা ছালমা বেগম, তিনি একজন গৃহিণী।
মোঃ সালাফ উদ্দিন হোসেন তানভীর,যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে পারে তাই সকলের কাছে দোয়া কামনা করছেন তার বাবা মা,এবং সেই সাথে ধন্যবাদ জানিয়েছেন আননুর মডেল একাডেমির সকল শিক্ষকবৃন্দদের।
আননুর মডেল একাডেমি”র প্রধান শিক্ষক মাওলানা আলী আসগর বলেন, “ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করবে।”শিক্ষার্থীর এমন সাফল্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ একাডেমি কর্তৃপক্ষ শুকরিয়া জ্ঞাপন করেছেন। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত ছাত্রের সম্মানিত অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন।এবং “আগামীতে শিক্ষার্থীদের আরও ভালো করার উৎসাহ প্রদান করতে হবে