শাবিপ্রবিতে আন্তঃবিভাগ বির্তক প্রতিযাগিতায় চ্যাম্পিয়ন জিইবি
শাবিপ্রবি প্রতিনিধি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সােসাইটি’র উদ্যােগে আয়ােজিত ২ দিনব্যাপী ‘এসইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৪’ সম্পূর্ণ হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়াটেকনোলজি বিভাগের বিতর্ক দল ও রানার্স আপ হয়েছে পরিসংখ্যান বিভাগের বিতর্ক দল।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিত এ তথ্য জানানো হয়। এর আগে গত ২ ও ৩ ফেব্রুয়ারি শাকিল এডুকেশন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২ দিনব্যাপী মোট ৪টি পর্বে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা যায়, এ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০ টি বিভাগ থেকে মোট ৩০টি দল অংশগ্রহণ করে। বিতর্ক অনুষ্ঠানে সিলেট এবং সিলেটের বাইরে থেকে আগত ২০ জন বিচারক বিচারকার্য পরিচালনা করেন। প্রতিযোগিতায় প্রথমদিন (২ ফেব্রুয়ারি) ট্যাব রাউন্ড অনুষ্ঠিত হয়। পরেরদিন (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে একইদিন শনিবার সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হয় পরিসংখ্যান বিভাগ ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়াটেকনোলজি বিভাগের বিতর্ক দল। এতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের যুক্তি যুদ্ধের মাধ্যমে পরিসংখ্যান বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ বিতর্কে প্রতিযোগিতায় ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন আর্কিটেকচার বিভাগের মোহতাসিম ফেরদৌস মাহিন এবং ডিবেটার অব দ্যা ফাইনাল হয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনালজি বিভাগের সামিহা ইসলাম।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. সামিউল ইসলাম, এসইউডিএস’র ২১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি নাহিদ হাসান নাইম, ২২তম কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ফাহিদুল ইসলাম খান শাওন এবং অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শাকিল এডুকেশন গ্রুপের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।